বর্তমান বছরের শেষ দিনে কবির  এ বছরের শেষ কবিতা।
আগামীদিনে প্রকাশিত হবে শুভ নববর্ষের প্রথম কবিতা।
সকলের সহযোগিতা ও শুভাশীর্বাদ কাম্য।


বিদায়ের অশ্রুজলে
              লক্ষ্মণ ভাণ্ডারী


চৈত্র মাস সংক্রান্তি শিবের গাজন,
বিদায় বছরে আজি পূণ্য শুভক্ষণ।
এ বছর যাবে চলে একদিন পরে,
রবে মাত্র স্মৃতি শুধু চিরদিন তরে।


আগামীর সুপ্রভাত আসিবে যখন,
শুভ নববর্ষ তাই প্রীতি সম্ভাষণ।
তরুশাখে পাখি সব করিবে কূজন,
সকালে সোনার রবি উঠিবে তখন।


স্বাগতম নববর্ষ! এস ত্বরা করি,
প্রতীক্ষায় শুভবর্ষ, সারাবর্ষ ধরি।
বিদায়ের অশ্রুজলে হয় অবসান,
পুরাতন বর্ষ যায় রাখি অভিমান।


চৈত্র মাস সংক্রান্তি পূণ্য শুভক্ষণ,
কবিতা রচিল কবি শ্রীমান লক্ষণ।


*********


আম কাঁঠালের ছায়ায় ঘেরা....
গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে আছে ছায়া সুশীতল,
তরুশাখে পাখি সব করে কোলাহল।
ফুল বনে ফুল শাখে ফুটে ফুল কলি,
ফুলের সুবাসে তথা ধেয়ে আসে অলি।


আমাদের ছোটগাঁয়ে আছে ছোটঘর,
সুখ শান্তি সেথা বাস করে নিরন্তর।
গাঁয়ের সবাই জানি আমার আপন,
তাদের দুঃখ দেখে কেঁদে উঠে মন।


ছোট এক নদী আছে গ্রাম সীমানায়,
নদী জলে সোনা রবি কিরণ ছড়ায়।
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল,
অজয় আপন বেগে বহে অবিরল।


অজয় নদীর পাশে ছায়াঘেরা গ্রাম,
সেথায় জনম মোর সুখ শান্তিধাম।