গাঁয়ের মাটিতে পাই স্নেহের পরশ
আছে ছায়া সুনিবিড় শান্তির নীড়
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতল ছায়ায় ঘেরা গ্রামটি আমার,
সবুজের সমারোহ গ্রামে চারিধার।
বিহগের গান শুনি হরষিত মন,
রাখালিয়া সুরে বাঁশি বাজে অনুক্ষণ।


পথিকের দল হেঁটে চলে রাঙাপথে,
জল নিয়ে বধূ আসে নদীঘাট হতে।
সারি সারি গরুগাড়ি রাঙাপথ ছাড়ি,
নদী পার হয়ে দূরগ্রামে দেয় পাড়ি।


শাল পিয়ালের বন অজয়ের বাঁকে,
ধবল বলাকা নিত্য উড়ে ঝাঁকে ঝাঁকে।
মাদল বাজায় কারা মহুলের বনে,
মহুয়ার নেশা জাগে দেহে আর মনে।


পূর্ণিমার চাঁদ উঠে আকাশের গায়,
গ্রামখানি লাগে ভাল শুভ্র জোছনায়।
নতুন সকাল হয় রাত্রি অবসানে,
হৃদয়ে পুলক জাগে পাখিদের গানে।