গাঁয়ের মাটিতে পাই স্নেহের পরশ
আছে ছায়া সুনিবিড় শান্তির নীড়
আমার গাঁয়ের কবিতা(প্রথম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোটগাঁয়ে ছোটঘর ফুল ফুটে বনে,
পাখি সব গীত গায় আপনার মনে।
পথের ধারেতে এক ছোটদিঘি আছে,
অদূরে অজয় নদী শালবন কাছে।


আম কাঁঠালের বনে ছায়া সুশীতল,
পাশে তার পদ্মদিঘি কালো তার জল।
রাখাল বাজায় বাঁশি তরুর ছায়ায়,
গরু আর মোষ চরে গাঁয়ের ডাঙায়।


অজয়ের নদীঘাটে কানুর দোকান,
আলুচপ মুড়ি বেচে আর বেচে পান।
নদীচরে সারাদিন যাত্রীদের ভিড়,
সন্ধ্যায় আঁধার নামে শূণ্য নদীতীর।


জোছনায় নদী জল করে ঝলমল,
আপন খেয়ালে চলে নদী অবিরল।
রাত কাটে ভোর হয় পাখি বনে জাগে,
কিরণ ছড়ায় রবি অপরূপ লাগে।