গাঁয়ের মাটিতে পাই স্নেহের পরশ
আছে ছায়া সুনিবিড় শান্তির নীড়
আমার গাঁয়ের কবিতা(চতুর্থ পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে আছে সুশীতল ছায়া,
স্নেহ প্রেম ভালবাসা মমতা ও মায়া।
নতুন সকালে সূর্য পূর্বদিকে উঠে,
বাগানেতে ফুলকলি সবগুলি ফুটে।

রাঙাপথে চলে গাড়ি সারাদিন ধরে,
কলসীতে জল নিয়ে বধূ যায় ঘরে।
দিঘিতে সিনান করে পাড়ার ছেলেরা,
জাল দিয়ে মাছ ধরে গাঁয়ের জেলেরা।

নদীচরে হাট বসে লোকজন মেলা,
সারাদিন বেচাকেনা পড়ে আসে বেলা।
সূর্য ঢলে পশ্চিমেতে আলোক লুকায়,
দিনশেষে পাখি সব নীড়ে ফিরে যায়।

সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
শঙ্খ বাজে জ্বলে দীপ প্রতি ঘরে ঘরে।
মন্দিরে আরতি হয় ভজন কীর্তন,
গাঁয়ের কবিতা লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।