গাঁয়ের মানুষ আমার আপন.....গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মানুষ মোর সবাই আপন,
সকলেরে ভালবাসি নিজের মতন।
এ গাঁয়ের মাটি মোর পূণ্য জন্মভূমি,
জন্মভূমি মাটি মাকে সদাই প্রণমি।


গাঁয়ে আছে সোনাদিঘি স্বচ্ছ তার জল,
সেই জলে হাঁসগুলি করে কোলাহল।
দিঘিজলে স্নান করে পাড়ার ছেলেরা,
জাল ফেলে মাছ ধরে গাঁয়ের জেলেরা।


গ্রাম সীমানার কাছে তটিনী অজয়,
নদী ঘাটে সুশীতল সমীরণ বয়।
আঁকাবাঁকা গলিপথে শোভিছে ধুতুরা,
জল নিতে আসে ঘাটে গাঁয়ের বধূরা।


গাঁ আমার মা আমার ভালবাসি মাকে,
গাঁয়ের সবাই মোরে কবি বলে ডাকে।
গাঁয়ের মানুষ সবে আমার আপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।