আমার কবিতা আমার গাঁ (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


মোর ছোট গাঁয়ে রাঙাপথ বাঁয়ে
সারি সারি তালগাছ,
কাজল দিঘিতে গাঁয়ের জেলেরা
জাল ফেলে ধরে মাছ।


গরুর বাথান দূরে অবস্থান
গরু মোষ সেথা চরে,
গাঁয়ের বধূরা ঘোমটা মাথায়
আসে রাঙাপথ ধরে।


ফুলের কানন দূরে আমবন
বসন্তে কোকিল ডাকে,
শালিকের দল নাচে অবিরল
অজয় নদীর বাঁকে।


শাল পিয়ালের বনে বনে ওই
সূর্যি ডুবে দিন শেষে,
সাঁঝের বেলায় মাদল বাজায়
বাঁশিসুর আসে ভেসে।


আমার গাঁয়ের মাঝরাতে দেখি
অজয় নদীর বাঁকে,
কুকুরের দল করে ঘেউ ঘেউ
যখন শেয়াল ডাকে।