আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড


গাঁয়ের কবিতা-৭
-লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট নদী গ্রাম সীমানায়,
উড়ে আসে সাদা বক নদী কিনারায়।
গাঁয়ে আছে ছোট দিঘি কালো তার জল,
রাজহাঁস ভেসে ভেসে করে কোলাহল।


আমাদের ছোট গাঁয়ে পলাশের বন,
ডালে নাচে ফিঙে পাখি যখন তখন।
পথের ধারেতে দেখি কাঁটা কুলগাছে,
গাছেপাকা ডাঁশাডাঁশা কুল ধরে আছে।


কাঁকনতলার মাঠে ঘুঘু পাখি ডাকে,
রাঙাপথ বাঁকে দেখি রাঙীগাই হাঁকে।
সূর্য ডুবে দিনশেষে পাহাড়ের কোলে,
আঁধারের রং মিশে অজয়ের জলে।


দিনশেষে রাত আসে, রাত কেটে যায়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি লিখে কবিতায়।