অজয়ের ঘাটে আজিকে প্রভাতে
লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের ঘাটে আজিকে প্রভাতে
উঠিল সোনার রবি,
সোনালী আলোতে অজয়ের তটে
দেখি যে সুন্দর ছবি।


খেয়াঘাটে এসে মাঝিরে ডাকিছে
ঘাটে বসে যাত্রীদল,
অজয়ের বাঁকে আসে ঝাঁকেঝাঁকে
শালিকের কোলাহল।


রাঙা চেলি পরা গাঁয়ের বধূরা
কাঁখেতে কলসী লয়ে,
রাঙাপথ ধরে হাঁটে ধীরে ধীরে
জল নিয়ে যায় বয়ে।


অজয়ের জলে স্নান সারা হলে
ফিরিছে সবাই ঘরে,
ক্রমেক্রমে ধীরে বেলা আসে পড়ে
অজয় নদীর চরে।


দিবা অবসানে পশ্চিমের পানে
রবি যবে অস্ত যায়,
আঁধার ঘনায় সাঁঝের বেলায়
অজয়ের কিনারায়।


রাতের আকাশে তারারা ফুটিল
চাঁদ উঠে নদীঘাটে,
জোছনার রাশি খেলে হাসি হাসি
অবশেষে রাত কাটে।