এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখে করি আহ্বান এসো হে বৈশাখ,
মনের কালিমা যত সব দূরে যাক।
এসো শুভ নববর্ষ এসো ধরাতলে,
পুরাতন বর্ষস্মৃতি ভাসে আঁখিজলে।


আসুক বৈশাখ মাস প্রখর উত্তাপ,
বাষ্পীভূত হোক যত মনের ত্রিতাপ।
নিয়ে এসো রুদ্রতেজ রবির কিরণ,
উত্তপ্ত মধ্যাহ্নে করো তাপ বিকিরণ।


বৈশাখের দাবদাহে প্রাণ নাহি রয়,
রৌদ্রের প্রখর তাপ সহ্য নাহি হয়।
এসো হে বৈশাখমাস রুদ্রতেজ লয়ে,
কর্মক্লান্ত দেহে যেন ঘর্ম ধারা বয়ে।


অজয় তটিনী বহে এক হাঁটু জল,
হাঁটুজলে পার হয় যাত্রীরা সকল।
নববর্ষে বৈশাখের শুভ আগমন,
সুললিত ছন্দে কবি লিখিল লক্ষ্মণ।