বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পবিত্র বৈশাখ মাস পূণ্য শুভক্ষণ,
বৈশাখের দাবদাহে বৈশাখী বরণ।
আসিল রুদ্র বৈশাখ এক বর্ষ পরে,
এসো হে বৈশাখমাস দীপ্ত কলেবরে।


সূর্যের প্রখর তাপে দিঘি জলাশয়,
সরোবরে জলধারা বাষ্পীভূত হয়।
উড়ে যায় শঙ্খচিল সূদুর গগনে,
জল নিয়ে কূলবধু চলে আনমনে।


বৈশাখে রবির তেজ বড়ই প্রখর,
উত্তপ্ত নদীর বালি অজয়ের চর।
অজয়ের জলধারা কুলু কুলু বয়,
সাঁঝবেলা সুশীতল সমীরণ বয়।


বৈশাখে কীর্তন হয় এই ধরাতলে,
চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম চলে।
বৈশাখে প্রখর তাপ সহ্য নাহি হয়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কবিতায় কয়।