বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসিল বৈশাখ মাস বৈশাখী বরণ,
নতুন সকালে রবি দিতেছে কিরণ।
সবুজ তরুর শাখে বসি পাখিসব,
সারাদিন গীত গায় করে কলরব।


দিঘি পাড়ে আমবন গ্রাম সীমানায়,
রাঙাপথে গরু গাড়ি দ্রুতগতি ধায়।
শাল বনে সাঁওতাল বাজায় মাদল,
বৈশাখে অজয়নদে এক হাঁটু জল।


বর্ষ পরে আসে যবে বৈশাখী বরণ,
হৃদয়ে পুলক জাগে ভরে উঠে মন।
এসো হে বৈশাখমাস তপ্ত কর ধরা,
পূর্ণিমার জোছনায় লাগে মনোহরা।


সন্ধ্যায় বাউল গান কীর্তন বাসর,
চারদিন মেলা বসে অজয়ের চর।
বৈশাখী মেলায় সবে করি আমন্ত্রণ,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।