বৈশাখের দাবদাহে ক্লান্ত কবিতাগুচ্ছ
বৈশাখের কবিতা (প্রথম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখের
দাবদাহে,
ঘর্ম ঝরে
ক্লান্ত দেহে।


তপ্ত মাটি
রৌদ্র প্রখর,
কালবৈশাখী
বইছে ঝড়।


মেঘ ডাকে
কড় কড়,
গাছ ভাঙে
মড় মড়।


গরুগলো
দৌড়ে চলে,
ঢেউ উঠেছে
দিঘির জলে।


একটু পরে
ঝড় থামে,
মুষল ধারে
বৃষ্টি নামে।


চাঁদ উঠলো
নীল আকাশে,
নদীর চরে
জোছনা হাসে।