বিদ্যাদেবী বীণাপাণি বিদ্যাদায়িনী মা,
শ্বেত আভরনা দেবী, গুণে অনুপমা।
তুমি মাতা বিদ্যাদেবী বিদ্যা কর দান,
তোমার কৃপায় লভি বিদ্যা, যশ জ্ঞান।


মাঘ মাস শুক্ল পক্ষ বসন্ত পঞ্চমী,
তব আরাধনা হয় তোমারে প্রণমি।
সরস্বতী বীণাপাণি শ্বেত বীণাধরা,
তুমি মাতা জ্ঞানদেবী রূপে মনোহরা।


বিল্বদল ফুল মালা সজ্জিত প্রাঙ্গণে,
দেবীর বন্দনা করে ছাত্রছাত্রীগণে।
পুষ্পাঞ্জলি দেয় সবে হরষিত মন,
পূজান্তে প্রসাদ ভোগ করয়ে ভক্ষণ।


দেবীমাতা সরস্বতী দেহ মোরে জ্ঞান,
কবিতায় লিখে কবি, লক্ষ্মণ শ্রীমান।