আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে
আমার বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আকাশ আঁধার ঢাকে ঘন কালো মেঘ,
বৃষ্টি পড়ে সাথে বাড়ে বাতাসের বেগ।
অঝোর ধারায় বৃষ্টি ঝর ঝর ঝরে,
রিম ঝিম বৃষ্টি পড়ে সারাদিন ধরে।


নয়ন দিঘির পাড়ে ভিজে রাঙীগাই,
অবিরাম বারি ঝরে বাছুরীটি নাই।
দিঘিঘাটে হাঁসগুলি করে কোলাহল,
প্রভাত সময়ে আজি নামিল বাদল।


মাঠ ঘাট থই থই জলে আছে ভরে,
বিজুলি ঝলিছে মেঘ গুরু গুরু করে।
পথে ঘাটে জল জমে হয়েছে পিছল,
পথের দুধারে জমা এক হাঁটু জল।


অজয় নদীর ঘাটে আজি কেহ নাই,
নৌকাখানি আছে কিন্তু নাই মাঝিভাই।
অবিরাম বৃষ্টি পড়ে নদীতে প্লাবন,
বর্ষার কবিতা লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।