আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে আমার বর্ষার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল নামে মাঠ জলে ভরে,
টুপুর টাপুর বৃষ্টি সারাদিন ঝরে।
কাদাজলে ব্যাঙগুলি একটানা ডাকে,
এক হাঁটু জল জমে রাঙাপথ বাঁকে।


ভিজে ভিজে বরষায় চাষী যায় মাঠে,
হাঁসেরা সাঁতার কাটে তালদিঘি ঘাটে।
কলসীতে জল নিয়ে বধূ ঘরে যায়,
বিজুলি ঝলিছে মেঘে মেঘ গরজায়।


অবিরাম রিম ঝিম জল ঝরে আজি,
অজয়ের নদীঘাটে ঘাটে নাই মাঝি।
যাত্রীরা বৃষ্টিতে ভিজে ফিরে যায় ঘরে,
ঝমা ঝম বৃষ্টি পড়ে অজয়ের চরে।


ঘন কালমেঘ ঢাকা আকাশ আঁধার,
চারিদিক জলময় মাঠে চারিধার।
বিজুলি ঝলসি উঠে মেঘের গর্জন,
বর্ষার কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।