আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে
আমার বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল ধারা ঝরে অবিরাম,
অজয়ের প্লাবনেতে ভাসে সারাগ্রাম।
নদীবাঁধ ভেঙে গেছে গ্রামে ঢুকে জল,
টুপুর টাপুর বৃষ্টি পড়ে অবিরল।


নদীতে প্রবল বন্যা মাঝি নাই ঘাটে,
জলে ভিজে চাষীসব চাষ করে মাঠে।
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর,
আষাঢ়ে বাদল ধারা ঝরে ঝর ঝর।


গুরু গুরু মেঘ ডাকে আজি বরষায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।
অঝোর ধারায় বৃষ্টি অবিরাম ঝরে,
রিমঝিম বৃষ্টি পড়ে সারাদিন ধরে।


ঘন কৃষ্ণমেঘে ঢাকা আকাশ আঁধার,
নদী মাঠে বিলে খালে জল চারিধার।
নামিল বাদল ধারা অঝোর ধারায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।