বর্তমান বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
বর্ষ সমাপ্তির কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এই বর্ষ যাবে চলে আজিকার পরে,
রয়ে যাবে বর্ষ-স্মৃতি চিরকাল তরে।
এবর্ষে কিবা পেলাম হারালাম কিবা,
নিশা শেষে বর্ষশেষ উদ্ভাসিত দিবা।


পুরাতন বর্ষ শেষ হইবে যখন,
নব রূপে নববর্ষ হবে আগমন।
নবীন প্রভাতে রবি ছড়াবে কিরণ,
তরুশাখে বিহঙ্গম করিবে মিলন।


এই বর্ষে বিদায়ের শেষ আয়োজন,
মৃত্যু! তুমি কার ঘুচালে অবগুণ্ঠন?
বিদায়ের অশ্রুজলে, বর্ষ শেষ হয়,
বর্ষশেষে আজি মোর বিষণ্ণ হৃদয়।


ঝরে যায় কত ফুল রেখে যায় স্মৃতি,
বর্ষ শেষে শুনে কবি বিষাদের গীতি।
বিরহী কবির আজি ভারাক্রান্ত মন,
বর্ষ সমাপ্তির কাব্য লিখিল লক্ষ্মণ।