বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের আগমনে পুলকিত ধরা,
প্রকৃতি সেজেছে আজি রূপে মনোহরা।
ফুলবনে ফুলশাখে ফুটিছে কুসুম,
বসন্তের উত্সবে পড়ে মহা ধূম।


নদীবাঁকে শালবনে মাদল বাজায়,
দলে দলে সাঁওতালী নাচে আর গায়।
হাঁড়িয়ার নেশা জাগে মহুলের বনে,
বসন্তের রং লাগে দেহে আর মনে।


রাঙাপথে দুইধারে তরুর শাখায়,
কচি কিশলয় নব রূপে শোভা পায়।
শিমূল পলাশ বনে শোভা অপরূপ,
মধু লোভে আসে তথা যতেক মধুপ।


বসন্তের উত্সবে মাতিল ভুবন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।