বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (তৃতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত প্রভাতে আজি অরুণ তপন,
সোনালী আভায় তার ভরিছে ভুবন।
ফুলবনে ফুলিকলি ফুটে ফুলশাখে,
আম্রকাননে কোকিল কুহু কুহু ডাকে।


বসন্তে পলাশ বনে সৌরভ ছড়ায়,
মধু তরে আসে অলি গুনগুন গায়।
দখিনা বাতাস বয় অজয়ের কূলে,
পাড়ে শিমূলের গাছ ভরা ফুলে ফুলে।


রাঙামেঘে শঙ্খচিল পাখা মেলে উড়ে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
শাল পিয়ালের বনে বাজিছে মাদল,
বসন্তের উত্সবে শুনি কোলাহল।


বাসন্তী শুভেচ্ছা করুন গ্রহণ,
বসন্তের কাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।