বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (পঞ্চম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


দখিনা বাতাস বয় বহিছে অজয়,
তরুশাখে শোভা পায় নব কিশলয়।
ফুলবাগে ফুলশাখে ফুটে ফুল কলি,
মধু আহরণ তরে আসে যত অলি।


আমবনে কোকিলেরা কুহু কুহু ডাকে,
বক উড়ে ঝাঁকে ঝাঁকে অজয়ের বাঁকে।
শাল পিয়ালের বন নদী হতে দূরে,
মিঠে সুরে বাজে বাঁশি রাখালিয়া সুরে।


মানস উদাস হয় পাখির কূজনে,
বধূরা কলসী কাঁখে চলে আনমনে।
রাঙাপথে দুইধারে খেজুর সুপারি,
পাশে তার তালগাছ আছে সারি সারি।


বসন্তের আগমনে হরষিত মন,
বসন্তের কাব্যগীতি লিখেন লক্ষ্মণ।