বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা ( দশম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ফুল ফুটে বনে আপনার মনে
বসন্ত আসিল যবে,
জাগে শিহরণ ভরিল ভুবন
কোকিলের কুহু রবে।


গাছে গাছে ফুল পলাশ শিমূল
অপরূপ শোভা ধরে,
ফুলে মধু খায় ভ্রমিয়া বেড়ায়
অলিরা গুঞ্জন করে।


গ্রাম সীমানায় দূরে দেখা যায়
শাল পিয়ালের বন,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
ভরে উঠে মোর মন।


অজয় তটিনী পতিত পাবনী
গঙ্গা পানে ছুটে চলে,
লিখিল লক্ষ্মণ আমার কলম
কবিতায় কথা বলে।