বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( তৃতীয় পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল যবে পাখি গীত গায়,
অরুণ কিরণে রবি কিরণ ছড়ায়।
ফুটিল পলাশ ফুল শোভা মনোহর,
পুঞ্জে পুঞ্জে গুঞ্জরিয়া আসে মধুকর।


বসন্তের রং লাগে দেহে আর মনে,
মাদল বাজায় কারা দূরে শালবনে।
মহুয়ার নেশা জাগে মহুল তলায়,
সাঁওতালী রমণীরা নাচে আর গায়।


অজয়ের নদীবাঁকে শালবন থাকে,
সারাদিন পাখিসব কিচিমিচি ডাকে।
অজয় নদীর ঘাট অতি সুশীতল,
কুলু কুলু বয়ে চলে অজয়ের জল।


বেলা ডুবে সন্ধ্যা হয় অন্ধকার নামে,
সন্ধ্যা দীপ হয় শুরু দূরে গ্রামে গ্রামে।
বসন্তে সাঁঝ বেলায় বহে সমীরণ,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।