বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে কোকিল গায় শুনি কুহুতান,
কোকিলের গীত শুনে ভরে মনপ্রাণ।
কুসুমিত উপবনে ফুটে কত ফুল,
বসন্তে ফুটিল ফুল পলাশ শিমূল।


বসন্তের রবি হাসে পূরব গগনে,
ফুলের সৌরভ ভাসে বসন্ত পবনে।
আম কাঁঠালের গাছে পাখিসব নাচে,
গ্রাম সীমানার কাছে শালবন আছে।


ফুলবনে ফুল ফুটে শোভা মনোহর,
মধু তরে আসি তথা ভ্রমে মধুকর।
ফুলবনে মৌচাকেতে আছে মধুভরা,
পত্রে পুষ্পে সুশোভিত আজি বসুন্ধরা।


বসন্তে তরুর শাখে নব কিশলয়,
নব নব পত্ররাজি বিকশিত হয়।
প্রকৃতির শোভা হেরি প্রফুল্লিত মন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।