বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত বাতাসে ঝরে আমের মুকুল,
ফুলবনে ফুটে কত রাশি রাশি ফুল।
কুসুম কাননে ফুটে যত ফুল কলি,
মধু আহরণ তরে ধেয়ে আসে অলি।


তরুশাখে পল্লবিত নব কিশলয়,
বসন্তে প্রকৃতি হয়ে উঠে বর্ণময়।
সবুজ তরুর সারি পথে দুই ধারে,
রাধাচূড়া কৃষ্ণচূড়া অজয়ের পারে।


অজয় নদীর জল ভারি সুশীতল,
নদীজলে স্নান করে রমণী সকল।
গরুগাড়ি থেমে যায় নদী ঘাটে এসে,
রাখাল বাজায় বাঁশি আসে সুর ভেসে।


বেলা ডুবে সন্ধ্যা নামে নদী কিনারায়,
সন্ধ্যা হলে দীপ জ্বলে দেখি দূর গাঁয়।
মৃদু মন্দ বহিতেছে স্নিগ্ধ সমীরণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।