বাসন্তী দেবীপূজা.... বসন্তে মেতেছে ধরা
বাসন্তী মহা নবমী আজি (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কোকিলেরা আমবনে গাহে গীত আনমনে
বাসন্তী নবমী পূজা হয়,
বসন্তে মাতিল ধরা অপরূপা মনোহরা
দেবী পূজা হয়েছে সময়।


দেবী মহামায়া আসে বাতাসে সৌরভ ভাসে
তরুশাখে পাখি গীত গায়,
দেবীর মন্দির মাঝে শঙ্খ ঘন্টা কাঁসি বাজে
ঢাকীরা ঢাকঢোল বাজায়।


এসো মাগো এ ধরায় পূজিব দেবী তোমায়
মা তোমায় করিব বন্দনা,
মহা নবমীর পূজা বাসন্তী মা দশভূজা
শুরু হয় দেবী পূজার্চনা।


পূজা হয় বসুধায় পূজিব মাগো তোমায়
পাই যেন তব শ্রীচরণ,
পূজা হয় বিধিমতে বিশ্ববাসী উঠে মেতে
কবিতায় লিখিল লক্ষ্মণ।