বাসন্তী দেবীপূজা.... বসন্তে মেতেছে ধরা
বাসন্তী দেবীর আগমনী (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রভাতে আম্র কাননে বসন্তের আগমনে
কুহুস্বরে কোকিলেরা গায়,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
নদীঘাট গ্রাম সীমানায়।


আজি বসন্ত প্রভাতে বিশ্ববাসী সবে মাতে
সবে করে দেবী আরাধনা।
আজি যেবা ভক্তিভরে দেবীর বন্দনা করে
দেবী হন অতি সুপ্রসন্না।


বসন্ত আসিল আজি নব কিশলয়রাজি
তরুশাখে বিকশিত হয়,
দেবীর মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
দেবীপূজা হয়েছে সময়।


এসো মাগো বসুধায় পূজিব মাগো তোমায়
পাই যেন তব শ্রীচরণ,
বসন্তের অন্তিমেতে বিশ্ববাসী উঠে মেতে
কবিতায় লিখিল লক্ষ্মণ।