বাসন্তী দেবীপূজা.... বসন্তে মেতেছে ধরা
বাসন্তী মহাসপ্তমী আজি (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আজিকে মহাসপ্তমী বাসন্তী মাগো প্রণমি
বিশ্ববাসী তব পূজা করে,
আজি পূণ্য শুভক্ষণে সবে হয় খুশি মনে
সকলেই আসে নদীচরে।


দোলা নিয়ে সবে চলে সকলেই দলে দলে
উপনীত অজয়ের ঘাট,
বসিয়া শুদ্ধ আসনে পুরোহিত একমনে
পূজামন্ত্র করিছেন পাঠ।


মন্দিরেতে দর্শনার্থী সকলেই প্রীত অতি
দেবীর গলায় শোভে মালা,
এঁয়োরা শঙ্খ বাজায় পূজান্তে প্রসাদ পায়
ফলমূল নারিকেল কলা।


প্রণমামি দেবীমাতা তুমি মাগো বিশ্বত্রাতা
বাসন্তীকা দেবী দশভূজা,
আজি সারা বসুধায় দেবীর বন্দনা গায়
বিশ্ববাসী করে তব পূজা।