বাসন্তী দেবী পূজা.... বসন্তে মেতেছে ধরা
মহা অষ্টমী আজি (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আজি বাসন্তী অষ্টমী বাসন্তী দেবীরে নমি
শ্রদ্ধা দাও ভক্তি দাও মোরে,
মাগো তুমি দশভূজা সকলেই করে পূজা
তাই মাগো ডাকি করজোড়ে।


শ্রদ্ধা আর ভক্তিভরে পুরোহিত পূজা করে
ঢাকীরা বাজায় কাঁসি ঢাক,
সুগন্ধি চন্দন ধূপ সুবাসিত অপরূপ
ক্ষণেক্ষণে বেজে উঠে শাঁখ।


সুমিষ্টান্ন ফল কলা আপেল আর কমলা
সুসজ্জিত প্রসাদের থালা,
ঘটে আম্রশাখা রাখে ডাব নববস্ত্র থাকে
সম্মুখেতে বরণের ডালা।


যজ্ঞ হলে সমাপন ভোগ হয় বিতরণ
অষ্টমীর পূজা শেষ হয়,
ডাকি তোমা করযোড়ে শ্রদ্ধাভক্তি দেহ মোরে
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।