বাসন্তী দেবী পূজা.......বসন্তে মেতেছে ধরা
মা বাসন্তী মহাদশমী আজি (একাদশ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বিজয়া দশমী আজি দেব অর্ঘপুষ্পরাজি
বাসন্তী দেবীর শ্রীচরণে,
পুরোহিত পূজা করে শ্রদ্ধা আর ভক্তিভরে
মহা দশমীর শুভক্ষণে।


বিধিমতে পূজা হয় বাসন্তী দেবীর জয়
জয়ধ্বনি দেয় সর্বজন,
পূজান্তে সিঁদুর খেলা হয় লোকজন মেলা
হবে আজি দেবী বিসর্জন।


রাঙাপথে লোক চলে নদীঘাটে দলে দলে
দেবী আনে অজয়ের চরে,
বিসর্জন করি শেষে সকলেই ঘরে আসে
প্রতীক্ষা আবার বর্ষ পরে।


নদীঘাটে আগমন দেবী হয় বিসর্জন
বাসন্তী পূজা সমাপ্তি হয়,
আবার আসিও পুনঃ করি এই নিবেদন
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।