বাসন্তী দেবী পূজা.... বসন্তে মেতেছে ধরা
মা বাসন্তী দেবী আগমনী (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে বাসন্তী পূজা মাগো দেবী দশভূজা
এসো মাগো এই বসুধায়,
আজি বসন্ত সময় মাগো তব পূজা হয়
অর্ঘপুষ্প দেব রাঙা পায়।


বসন্তে মেতেছে ধরা তুমি দেবী মনোহরা
ভক্তি ভরে পূজিব তোমায়,
বসন্তের আগমনে ফুল ফুটে ফুলবনে
আমবনে কোকিলেরা গায়।


মাগো তুমি মহামায়া দেহ তব পদছায়া
তব শ্রীচরণ মোর সার,
বসন্ত এসেছে আজি দিয়ে অর্ঘপুষ্প রাজি
তুমি মাগো জননী আমার।


আজি বসন্ত প্রভাতে দেশবাসী সবে মাতে
দেবী পূজা হয়েছে সময়,
এসো মাগো এ ধরায় পুজিব মাগো তোমায়
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।