ভারতসূর্য ডুবে গেল হায়!
দ্বিতীয় পর্ব।


ভারতের স্বাধীনতা আন্দোলন (১৮৫৭-১৯৪৭): একটি সংক্ষিপ্ত ইতিহাস
ভারতবর্ষে ২০০ বছরের ইংরেজ শোষনের ইতিহাসঃ (প্রথম পর্ব)
১০০ বছর ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক শোষনঃ (দ্বিতীয় পর্ব)
৯০ বছরের ব্রিটিশ ভারত ঔপনিবেশিক শোষনঃ (তৃতীয় পর্ব)
পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রাম (চতুর্থ পর্ব)
স্বাধীন ভারত ও ভারতবাসীর স্বপ্ন (পঞ্চম পর্ব)


১০০ বছর ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক শোষনঃ (দ্বিতীয় পর্ব)
১৭৬৫ সালের ১লা অগাষ্ট লর্ড ক্লাইভ দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা-বিহার-ওড়িশার দেওয়ানি লাভ করেন। বিহার-ওড়িশার প্রকৃত শাসন ক্ষমতা লাভ করে, নবাবের নামে মাত্র অস্তিত্ব থাকে। ফলে পূর্ব ভারতের এই অঞ্চলে যে শাসন-ব্যবস্থা চালু হয় তা দ্বৈত শাসন নামে পরিচিত। নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব, আর রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি। এতে বাংলার নবাব আসলে ক্ষমতাহীন হয়ে পড়ে আর এই সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন ও অত্যাচার শুরু করে দেয়। মূলতঃ ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল এই প্রায় ১০০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে ভারতবর্ষের শাসনভার থাকে।
(চলবে)


ভারতসূর্য ডুবে গেল হায় গীতি-কবিতা-২
-লক্ষ্মণ ভাণ্ডারী


ভারতসূর্য ডুবে গেল হায়
নামলো আঁধার ভারত জুড়ে,
বেইমানদের লক্ষ চারা
উঠলো দেশের মাটি ফুঁড়ে।


জননী কাঁদে পড়ে ধূলায়,
সন্তানেরা তার কাছে নাই
ভারতসূর্য ডুবে গেল হায়
মুখ ঢাকে হিমালয়ের চূড়ে।


ভারতসূর্য ডুবে গেল হায়
নামলো আঁধার ভারত জুড়ে।


দেশের মাটিতে বিদেশী এসে,
শকট চালায় অট্টহাসি হেসে,
জাতি ধর্ম সবাই নির্বিশেষে,
দিশেহারা হয়ে সকলেই ঘুরে।


ভারতসূর্য ডুবে গেল হায়,
নামলো আঁধার ভারত জুড়ে।


জাগো শ্রমিক, জাগো রে কিষাণ,
ধরো হাতে সবে বিজয় নিশান,
মাতৃপূজা কর ভারতের সন্তান,
গাও জয়গান বাংলার সুরে।


ভারতসূর্য ডুবে গেল হায়,
নামলো আঁধার ভারত জুড়ে।


ভারতসূর্য ডুবে গেল হায়
নামলো আঁধার ভারত জুড়ে,
বেইমানদের লক্ষ চারা
উঠলো দেশের মাটি ফুঁড়ে।