বিদায়ী বর্ষ 1428 সুস্বাগতম 1429
বর্ষ বিদায়ের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রতি বর্ষে বর্ষ শেষে নব-বর্ষ আসে,
বিদায় সময়ে বর্ষ আঁখিজলে ভাসে।
এইবর্ষে জমা যত শোকতাপ গ্লানি,
নববর্ষে সব আশা পূর্ণ হবে জানি।


শুভ নববর্ষ আসে শুনি পদধ্বনি,
নব বর্ষে গাহি গান বর্ষ আগমনী।
চৈত্রমাস সংক্রান্তি করে অতিক্রম,
আসে বর্ষ নব হর্ষে, বর্ষ অনুপম।


এবর্ষে কিবা পেলাম শুধুই নিরাশা,
নব বর্ষে পূর্ণ হবে নব নব আশা।
এবর্ষ চলিয়া যাবে কয়দিন পরে,
নববর্ষ রবে হেথা সারা বর্ষ ধরে।


বর্ষে বর্ষে নব বর্ষ আসে চিরকাল,
নব বর্ষে আসে নব নতুন সকাল।
বর্ষেরে আহ্বান করে তাই সর্বজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।