বৃষ্টির গান
-লক্ষ্মণ ভাণ্ডারী


বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,


আষাঢ় মাসে
ধরার পরে।


আকাশ কালো
মেঘে ঢাকা,


মেঘের বুকে
ধায় বলাকা।


আকাশ জুড়ে
বিজুলি হাসে,


অজয় নদী
গাঁয়ের পাশে।


বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,


কখনো ধীরে
কখনো জোরে।


কৃষক চলে
লাঙল কাঁধে,


পাড় ভেঙেছে
নদীর বাঁধে।


বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,


মেঘ জমেছে
কালো করে।


মেঘ উল্লাসে
গর্জন করে,


টুপুর টাপুর,
বৃষ্টি পড়ে।


বাদল ঝরে
আকাশ হতে,


জমেছে জল
গাঁয়ের পথে,


বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,


বৃষ্টি থামবে
একটু পরে।


বাদল ঝরে
মুষল ধারে,


দূরের গাঁয়ে
অজয় পারে।


অজয় নদে
নামলো বান,


লিখলো কবি
বৃষ্টির গান।