বৃষ্টি কাব্য –৬
          -লক্ষ্মণ ভাণ্ডারী


বৃষ্টি আমার মিষ্টি মেয়েটি, সৃষ্টিতে অনন্যা,
বৃষ্টি আমার মেঘবালিকা মেঘবরণ কন্যা।
বৃষ্টি আমার চপলা মেয়ে বৃষ্টি খুবই শান্ত,
বৃষ্টি রোজই কর্ম করে হয় না কভু ক্লান্ত।


বৃষ্টি আমার লাজুক মেয়ে চায় না কারো পানে,
বৃষ্টি আমার চঞ্চলা অতি, সবলোকে তা জানে।
বৃষ্টি আমার মেঘবালিকা নিশুতি রাতের তারা,
বৃষ্টি আমার পূর্ণিমা চাঁদ, রাত্রি জোছনা হারা।


বৃষ্টি আমার প্রভাত বেলা ঘুম ভাঙানো পাখি,
বৃষ্টি আমার মেঘবালিকা ওই নামেতে ডাকি।
বৃষ্টি আমার বর্ষার রাতে আঁধার ভরা রাতি,
বৃষ্টি আমার পূজার ফুল, পূজার দিনে সাথী।


বৃষ্টি আমার কবিতা মালা বৃষ্টি আমার গান,
বৃষ্টি আমার আশার আলো বৃষ্টি আমার প্রাণ।