বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বাদল নেমেছে মুষল ধারায়
অজয় নদীতে বান,
নদীবাঁধ ভেঙে জল ঢুকে গাঁয়ে
ডুবিল চাষীর ধান।


মাঠঘাট জলে ডুবে গেছে সব
চারদিকে শুধু জল,
আষাঢ়ের মাসে বাদল ধারায়
নদীতে বন্যা প্রবল।


জোয়ারের জলে নদী উথলায়
ভেঙে পড়ে নদীতট,
কূলে নাই কেউ নদীজলে ঢেউ
ভাসিছে বিশাল বট।


প্লাবনের জলে ভাসে ঘরবাড়ি
সাগরের পানে ধায়,
প্রবল বন্যায় তরী ডুবে যায়
মাঝি জলে সাঁতরায়।


ভাসে গাছপালা হাসে ঊর্মিমালা
নদীতে প্রবল বান,
বাংলার দুঃখ তটিনী অজয়
কহে লক্ষ্মণ শ্রীমান।