বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
বর্ষণসিক্ত কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


টুপুর টাপুর মুষল ধারায়
জল ঝরে অবিরাম,
আষাঢ়ের মাসে বাড়িঘর ভাসে
বন্যা কবলিত গ্রাম।


অজয় নদীতে স্রোতের টানেতে
ভেসে যায় গাছপালা,
ভাসে দুইকূল প্লাবনের জলে
ভেসে চলে ঊর্মিমালা।


সাগরের পানে ধেয়ে চলে নদী
দুকূল ভাসিয়া যায়,
একূল ভাঙে ওকূল ভাঙে
নদীজল ঢুকে গাঁয়।


এসো এসো সবে বাঁধ বাঁধা হবে
ভেঙেছে নদীর বাঁধ,
সকলেই রাজী বাঁধ বাঁধে আজি
হাতে হাত কাঁধে কাঁধ।


কোদাল চালায় মাটিও কোপায়
ঝুড়ি ঝুড়ি ফেলে মাটি,
করে পরিশ্রম নাহিক বিরাম
বাঁধ বাঁধে মাটি কাটি।


একি হল হায় বাঁধ ভেঙে যায়
সারা শ্রম ব্যর্থ হয়,
বাঁধভাঙা জল ঢুকে সারা গাঁয়
লক্ষ্মণ ভাণ্ডারী কয়।