বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
বর্ষণসিক্ত কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ের মাসে অজয় নদীতে
কানায় কানায় বান,
প্লাবনের জলে ভেসে যায় মাঠ
ডুবে গেছে সব ধান।


গগনে গগনে গরজায় মেঘ
বিজুলি হাসিছে মেঘে,
অজয় তটিনী উঠিছে ফুঁসিয়া
ছুটে চলে দ্রুতবেগে।


নদীবাঁধ ভেঙে জল ঢুকে গাঁয়ে
ধ্বসে পড়ে বাড়িঘর,
এক হাঁটু জলে গরু ও বাছুর
ভিজিছে উঠান পর।


নীড়হারা পাখি করে ডাকাডাকি
ভেঙেছে পাখির নীড়,
মাঝি গেছে ঘরে নৌকা বেঁধে চরে
শূণ্য অজয়ের তীর।


ঝরিছে বাদল সারাদিন ধরে
জল পড়ে অবিরাম,
লক্ষ্মণ কহিছে প্লাবনের জলে
ভাসিছে আমার গ্রাম।