বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বান ডেকেছে অজয় নদে
নদীজলে উঠে ঢেউ,
বর্ষায় আজি নাহিক মাঝি
নদীকূলে নাহি কেউ।


বন্যার জলে ভাসিছে তরু
ভেসে যায় গাছপালা,
ভরা জোয়ারে ফুঁসিছে নদী
ছুটে চলে ঊর্মিমালা।


বন্যার জল ঢুকিছে গাঁয়ে
ডুবে গেছে মাঠঘাট,
বন্ধ হয়েছে বিপণি সব
বসেনি আজিকে হাট।


বাদল মেঘে বরিষা ধারা
মেঘ ডাকে কড় কড়,
ঝড়ো হাওয়া ভেঙেছে নীড়
গাছ ভাঙে মড় মড়।


মুষলধারে বাদল ঝরে
চারিদিকে জল বহে,
নদীর বাঁধ ভাঙিবে আজি
লক্ষ্মণ ভাণ্ডারী কহে।