ছোট গাঁয়ে দুইপাশে
               লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে দুইপাশে বাড়ি,
রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি।
সকালে সোনার রবি পূবদিকে হাসে,
সবুজ গাছের সারি রাঙাপথ পাশে।


গাঁয়ে আছে ছোট দিঘি জল তার কালো,
মরাল মরালী ভাসে দেখে লাগে ভালো।
পানকৌড়ি আসে রোজ ডুব দেয় জলে,
জাল ফেলে মাছ ধরে জেলেরা সকলে।


গাঁয়ে আছে ছোট নদী সরু বালিচর,
কল-কল অবিরল বহে নিরন্তর।
কলসীতে জল ভরে বধূরা সকলে,
রাঙাপথে চলে সবে স্নান সারা হলে।


বেলা পড়ে আসে যবে নদী কিনারায়,
অস্তাচলে ঢলে রবি কিরণ হারায়।
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে,
চাঁদ উঠে তারা ফুটে নিশিরাত কাটে।