দেবী বন্দনা ও মহালয়ার স্তোত্রপাঠ
কণ্ঠে ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
(ঊষালগ্নে বেজে ওঠে শঙ্খধ্বনি, তত্সহ সঙ্গীতের মূর্চ্ছনা)
[সঙ্গীত]
জাগো... তুমি জাগো...
জাগো দুর্গা জাগো দশভূজা দশপ্রহরণধারিণী
চণ্ডিকা শঙ্করী তুমি জাগো---
জাগো অসুরবিনাশিনী তুমি জাগো...
[গীতাংশ]
তুমি দুর্গা, তুমি মা কালী, তুমি তারা, চণ্ডিকে!
বিশ্বজুড়ে বিরাজিছ মাগো তুমি কল্যাণকারিকে!
তুমি মা শক্তি তুমি মা ভক্তি,
তুমি মহামায়া, আদ্যাশক্তি,
তব বন্দনায় বাজে জয়ঢাক, শঙ্খঘন্টা দিকেদিকে>
তুমি দুর্গা চণ্ডিকে.....
তুমি দুর্গা, তুমি মা কালী, তুমি তারা, চণ্ডিকে!
তুমি কল্যাণকারিকে!
বিশ্বজুড়ে বিরাজিছ মাগো তুমি কল্যাণকারিকে!
তুমি দুর্গা চণ্ডিকে................
[স্তুতিপাঠ]
ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্মরাত্মিকা।
সুধা ত্বমক্ষরে নিত্যা, ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা।
অর্দ্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচর্যা বিশেষতঃ।
ত্বমেব সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবী জননী পরা।।
ত্বয়েতোধার্যতে বিশ্বং ত্বয়েং সৃজ্যতে জগত।
ত্বয়েত্পাল্যতে দেবী ত্বমস্যন্তে চ সর্ব্বদা॥
[স্তোত্রপাঠ]
দেবী দুর্গা! সচেতন চিন্ময়ী।
তিনি নিদ্রা, তাঁর আদি নেই
তাঁর প্রাকৃত মূর্ত্তি নেই।
বিশ্বের অনন্ত প্রকাশ তাঁর মূর্ত্তি।
নিষ্কাসিত অসুর পীড়িত দেবতারক্ষণে
তাঁর আবির্ভাব হয়।
দেবীর শাশ্বত অভয়বাণী-
ইচ্ছং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি
তদা তদা অবতীর্যাহং করিষ্যামি অরি সংক্ষয়ম।
[ভাষ্যপাঠ]
পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে, সমস্ত জগত যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যাপরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন আদিকল্পের সৃষ্টবিধাতা ব্রহ্মা। শ্যামশক্তিমান বিশ্বত্রাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে ঋকমন্ত্রে করলেন অভিবন্দনা।
[মন্ত্রপাঠ]
নমঃ দেবৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ
নমঃ প্রকৃতায়ৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণতাস্ম তাম।
রৌদ্রায়ৈ নমঃ নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ।
জ্যোত্স্নায়ৈ চেন্দু রূপিনৈ সুখায়ৈ সততং নমঃ॥
অতিসৌম্যাতি রৌদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ।
নম জগত্প্রতিষ্ঠায়ৈ দৈব্যৈ কৃত্যৈ নমো নমঃ॥
যা দেবী সর্বভূতেষু চেতন্যভিধীয়তে,
নমস্তসৈঃ নমস্তসৈঃ নমস্তসৈঃ নমো নমঃ॥
যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা,
নমস্তসৈঃ নমস্তসৈঃ নমস্তসৈঃ নমো নমঃ॥
[শান্তিজল প্রদান মন্ত্র ]
ঔঁ দ্বৌ শান্তিঃ অন্তরীক্ষং শান্তিঃ পৃথিবীং শান্তিঃ শান্তি রাপ শান্তি রোষধয়, শান্তিঃ শান্তিরেব। শান্তি সামা শান্তিরেধি। ঔঁ আপদং শান্তিঃ যত্র এবাগত পাপং তত্রৈব প্রতিগচ্ছতু।
ঔঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
সমাপ্তি সংগীত
আজি মহালয়া হতে শুরু দেবীপক্ষ,
স্বর্গ মর্ত্য রসাতলে জাগে যক্ষ রক্ষ।
অসুরাধিপতি করে স্বর্গ অধিকার,
দেবগণ তথা হতে হৈলা বহিঃষ্কার।
ভয়ে ভীত দেবগণ করিল মন্ত্রণা,
অসুর নিধন তরে ধায় দেবসেনা।
দেবতাগণ অসুর সাথে রণ করে,
সহস্র সহস্র সেনা রণভূমে মরে।
ব্রহ্মা বরে বলীয়ান সে মহিষাসুর,
স্বর্গ হতে দেবগণে করিলেন দূর।
দেবগণ অস্ত্র দেন দেবীরে তখন,
ত্রিশূল লইয়া দেবী করে আগমণ।
মহিষাসুর নিধন দেবী পক্ষে হয়,
বল বল বল সবে দুর্গা মা কী জয়।