এসেছে ফাগুন  (প্রকৃতির কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসেছে ফাগুন ধরেছে আগুন
আমার হৃদয় মাঝে,
প্রকৃতি আজিকে নব রং মেখে
সাজে অপরূপ সাজে।


অরুণ তপন রাঙায় ভুবন
ফুল ফুটে গাছে গাছে,
মাঝি খেয়া বায় তরণী ভিড়ায়
নদীর ঘাটের কাছে।


তরুর শাখায় বসি পাখি গায়
ফুলবনে ফুটে ফুল,
আসি অলিগণ করে গুঞ্জরণ
ধরেছে আম্র মুকুল।


বসন্ত প্রভাতে শুনি কান পেতে
কোকিলের কুহুতান,
বসন্ত এসেছে কমল ফুটেছে
শুনি ফাগুনের গান।


পলাশের শাখে শালিকেরা ডাকে
রং লাগে দেহ মনে,
বসন্ত এলো রে এ ধরার পরে
পলাশের বনে বনে।


যেদিকে তাকাই দেখিবারে পাই
নব নব কিশলয়,
ফাগুনের গানে সাগরের পানে
অজয় তটিনী বয়।