এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বিগত বৈশাখ মাস আসিল সবার ত্রাস
জ্যৈষ্ঠ মাস এই বসুধায়,
আবার আসিও ফিরে রুদ্র বৈশাখ মাসেরে
বিশ্ববাসী জানায় বিদায়।


বর্ষের প্রথম মাস বৈশাখে শুখায় ঘাস
রৌদ্র তপ্ত রাঙা মাটি পথ,
পাপ তাপ দূরে যাক বিদায় হও বৈশাখ
স্বাগত জ্যৈষ্ঠের মনোরথ।


পূরিল সকল আশা সারা মাস ভালবাসা
বৈশাখী বিদায় সম্ভাষণ,
পঁচিশে বৈশাখ মেনে কবিগুরু জন্মদিনে
জন্ম দিবস উদযাপন।


বেজে উঠে সুমধুর রবীন্দ্র সঙ্গীত সুর
এসো বৈশাখ সুস্বাগতম,
বর্ষ যায় মাস আসে প্রথম বৈশাখ মাসে
বসুধায় প্রচণ্ড গরম।


সমাপ্তি বৈশাখ মাস আসে দেখ জ্যৈষ্ঠ মাস
প্রচণ্ড উত্তাপ নিয়ে সাথে,
দিন যায় সন্ধ্যা আসে পূর্ণিমার চাঁদ হাসে
জ্যৈষ্ঠের তাণ্ডব মধ্যরাতে।