এসো হে বৈশাখ .........এসো,  আনো প্রখর উত্তাপ
নব বৈশাখের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখ রুদ্র প্রখর পশিল রবির কর
তপ্ত মাটি মোর আঙিনায়,
বারান্দায় রৌদ্র আসে অগ্নিসম সূর্য হাসে
গগনেতে চিল উড়ে যায়।


পথিক আদুল গায়ে বসে আছে তরুছায়ে
অবিশ্রান্ত দেহে ঝরে ঘাম,
জনহীন পথঘাট কাঁকনতলার মাঠ
শীর্ণ নদী বহে অবিরাম।


অলস মধ্যাহ্নকাল রচে স্বপ্ন মায়াজাল
চারিদিক খাঁ খাঁ করে শুধু,
অজয় নদীর চরে বেলা যেই আসে পড়ে
জল নিতে আসে যত বধূ।


রৌদ্রদগ্ধ শালবনে বৈশাখের আগমনে
তরুশাখে পাখি গাহে গান,
দূরে মহুলতলায় আদিবাসী নাচে গায়
হয় যবে দিবা অবসান।


সাঁঝের আঁধার নামে আমাদের ছোট গ্রামে
পূর্ণিমার চাঁদ উঠে রাতে,
ফুটফুটে জোছনায় দূর আকাশের গায়
চাঁদ তারা হাসে একসাথে।