গাঁ আমার মা, মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা   (প্রথম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে রাঙা মাটি পথে,
রাঙাপথে লোক চলে সেই ভোর হতে।
সকালে সোনার রবি উঠে লাল হয়ে,
গাঁয়ের অজয় নদী শুধু চলে বয়ে।


আমাদের ছোট গাঁয়ে পাখি গীত গায়,
ফুল ফুটে বনে বনে সেথা অলি ধায়।
কলসী কাঁখে কুলবৌ আসে জল নিতে,
সরু অলি গলি পথে গাঁয়ের দিঘিতে।


ছোট গাঁয়ে আমাদের ছোট ঘর আছে,
কোকিল সদাই ডাকে বসি আমগাছে।
আঙিনায় কালো এক কাক উঠে ডেকে,
রাখাল বাজায় বাঁশি দূরে কোথা থেকে।


আমাদের ছোট গাঁয়ে সবাই আপন,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।