গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আমার ছোট গাঁয়ের সীমানায়,
পাড়ার ছেলে রোজই খেলে শীতল তরুর ছায়।


আমার গাঁয়ে রাঙা মাটির পথে,
গোরুর গাড়ি চলে সারি সারি সেই সকাল হতে।


আমার গাঁয়ে অজয় নদীর বাঁকে,
নদীর চরে খেলা করে শালিকেরা ঝাঁকে ঝাঁকে।


আমার গাঁয়ে বধূরা কলসী কাঁখে,
জল নিয়ে চলে নিজঘরে গাছে গাছে পাখি ডাকে।


আমার গাঁয়ে বিকাল হলে পরে,
পশ্চিমের পানে সূর্যি ডোবে অজয় নদীর চরে।


আমার গাঁয়ে সাঁঝের বেলা হলে,
মন্দিরে বাজে কাঁসরঘণ্টা ঘরে ঘরে দীপ জ্বলে।


আমার গাঁয়ে কাজল দিঘির ধারে,
আঁধার হলে জোনাকি জ্বলে নিমগাছে সারে সারে।


রাতের আকাশে চাঁদ ওঠে দূরে,
পথের বাঁকে শেয়াল ডাকে রাতে হুক্কা হুয়া সুরে।


আমার গাঁয়ে রাত কাটে ভোর হয়,
প্রভাত পাখি উঠলো ডাকি পূবে নতুন সূর্যোদয়।