বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি শহিদ খাঁন দীর্ঘদিন ধরে আমাদের কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির লেখায় ও গানে বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে গায়ক কবি কাব্য উপহার প্রিয় গায়ক-কবির করকমলে উত্সর্গ করলাম।


গায়ক কবি কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


গায়ক কবি               সুরকার শিল্পী
         কবি শহিদ খাঁন,
গায়ক কবিরে            কাব্য উপহার
         করিলাম প্রদান।


কবির জন্মস্থান           কলারোয়ায়
       সাত-ক্ষীরাতে জানি,
বর্তমান নিবাস          কেশবপুরে,
      যশোরে থাকেন তিনি।


সঙ্গীত শিল্পী             গায়ক কবি
       তিনি যে সুরকার,
করকমলে              দিলাম তুলে
      এ কাব্য উপহার।


সুকণ্ঠশিল্পী               গায়ক বন্ধু
        বাংলাদেশের কবি,
প্রিয়কবির              কবিতায় হেরি
        দুই বাংলার ছবি।


পদ্মা ও মেঘনা           মিলিয়াছে যেথা
        সেই নদীর মোহনায়,
দূরের কবি              গান গেয়ে যায়
        বসে শুনি নিরালায়।


বাংলার এই             কবিতা আসরের
        যত কবিগণ আজ,
সুরকার কবির          গাহে জয়গান
       এই আসরের মাঝ।


সুরের ঝংকারে         দূরের সাথী
        গেয়ে যাও তব গান,
গায়ক কবিরে         দিলাম আজিকে
       গায়ক কবির সম্মান।