গাঁয়ে আছে আমবন
লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে আমবন খেজুরের সারি,
কাঁঠালের বন আর তাল ও সুপারি।
নয়ন দিঘির জলে রাজহাঁস ভাসে,
অজয় নদীর ঘাট এ গাঁয়ের পাশে।


ওপারেতে ছোট গ্রাম সবুজ ছায়ায়,
গগনেতে সাদামেঘ উড়ে ভেসে যায়।
সাদা বলাকার দল আসে নদীচরে,
নদীজলে বলাকারা ছোট মাছ ধরে।


হাঁটুজলে পার হয় লোকজন সবে,
নদীঘাট ভরে ওঠে জন কলরবে।
শাল পিয়ালের বনে সাঁওতালীগণে,
নেশা করে নাচে গায় সকলের সনে।


বেলাশেষে পশ্চিমেতে রবি ডুবে যায়,
নদীতটে চাঁদ ওঠে, জোছনা ছড়ায়।