গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-৮
-লক্ষ্মণ ভাণ্ডারী


সূর্য যখন পশ্চিমে ওই
ছড়ায় রঙিন আলো,
নদীর ধারে বালির চরে
দেখতে লাগে ভালো।


পাখিরা সব বাসায় ফিরে
কিচির মিচির করে,
দূরের গ্রামে জ্বলে আলোক
আঁধার নদীর চরে।


মাদল বাজে পিয়াল বনে
বাজে বাঁশি শাল বনে,
জোছনা রাতি জাগায় নেশা
নেশা জাগে দেহ মনে।


দূরে কোথাও শেয়াল ডাকে
গভীর রজনী কাঁদে,
চাঁদ ও তারা খুশিতে থাকে
প্রীতির বন্ধন বাঁধে।


পূব আকাশে ধ্রুবতারাটি
জেগেছে সবার আগে,
আমার গাঁয়ে ভোরের বেলা
প্রভাত পাখিরা জাগে।


ঊষার আলো উঠলো ফুটে
ঘুচলো আঁধার কালো,
পূব আকাশে সোনার রবি
ছড়ায় সোনার আলো।