গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর আছে অজয়ের চর
নদীবাঁকে পলাশের বন,
পাশে আমের বাগান কোকিলের শুনি গান
কুহুতানে ভরে উঠে মন।


রাঙাপথ পাশে দিঘি জল করে ঝিকিমিকি
পাড়ে তার তালগাছ আছে,
পলাশের বন দূরে পাখিরা মধুর সুরে
গান গায় বসি গাছে গাছে।


কাঁকন তলার মাঠ অদূরে অজয় ঘাট
ঘাট ভরে জন কোলাহলে,
সুশীতল নদীজল সদা বহে অবিরল
যাত্রী দল হাঁটে হাঁটু-জলে।


আমাদের গ্রামখানি ছায়ার ঘোমটা টানি
আম কাঁঠালের বন পাশে
গাঁয়ে আছে স্নেহছায়া, মমতা মাখানো মায়া
সকলেই গাঁকে ভালবাসে।


গাঁকে আমি ভালবাসি যদি কভু ফিরে আসি
এই গাঁয়ে আসিব আবার,
গাঁয়ের মাটির টান আকুল করিছে প্রাণ
এই মাটিতে জন্ম আমার।