গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের মাটি সুখের বসত বাটি
আছে সুখ শান্তি ভালবাসা,
আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
মেটায় মনের সব আশা।


খেজুর সুপারি আর তালগাছ চারিধার
আছে আমাদের এই গাঁয়ে,
আমবনে কুহুতান শুনি কোকিলের গান
হাটতলা রাঙাপথ বাঁয়ে।


জল নিয়ে দিঘি হতে আঁকা বাঁকা গলিপথে
গাঁয়ের বধূরা চলে ঘরে,
পলাশের গাছে গাছে ফুলে ফুলে ছেয়ে আছে
ফুলের সুবাসে মন ভরে।


অজয় নদীর ঘাটে ছেলেরা সাঁতার কাটে
তেল মেখে সবে করে স্নান,
দিগন্তে লুকায় রবি মনে হয় যেন ছবি
দিবসের হয় অবসান।


গগনেতে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
পূবের আকাশ হয় লাল,
রাত কাটে ভোর হয় প্রভাত হাওয়া বয়
আসে এক নতুন সকাল।